ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার প্রকল্পের উদ্বোধন কালে নাম ফলকে তার নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে তিনি ফলক উন্মোচন না করে ফিতা কেটে মোনাজাত করে উদ্বোধন করেন।
প্রথমে পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইজাদারকে সংশোধের জন্য তিন বার নোটিশ করেন এবং কারণ দর্শানোর নোটিশ দেন। ইজাদার কোনো জবাব দেয়নি। পরে নির্বাহী প্রকৌশলীর গঠিন তদন্ত কমিটি সরেজমিনে অভিযোগের সত্যতা পায়৷
এখানকার লাখো মানুষের দুর্ভোগ লাগবে এই সড়কটি সম্প্রসারণ করে সেতুগুলো নতুন ভাবে নির্মাণে সাধারণ মানুষের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর খুশির খবর জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।